নিয়ন্ত্রন হারানো বাস কেড়ে নিল ৩ বৈজ্ঞানিকসহ চারজনের প্রাণ


সাভারের বলিয়াপুর এলাকায় দূরপাল্লার একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকসহ অপর লেনের একটি মিনিবাসকে সজোরে ধাক্কা দেওয়ায় মিনিবাসের চালক ও তিন বৈজ্ঞানিক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় শ্যামলী সিএনজি প্যাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন।
এদের মধ্যে নিহত বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আরিফুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৫তম (বায়োকেমিস্ট্রি) ব্যাচের শিক্ষার্থী, ৪১তম (পদার্থবিজ্ঞান) ব্যাচের শিক্ষার্থী নিহত পূজা সরকার ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং বুয়েট মেকানিক্যাল-১০ ব্যাচ এর শিক্ষার্থী নিহত প্রকৌশলী কাউসার আহমেদ রাব্বীর স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
এ ছাড়া জাবির ৩৫তম (জিওলজি) ব্যাচের ফারহানা ইসলাম নামে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় একটি ঢাকাগামী নৈশ কোচ বাম পাশ দিয়ে ওভারটেকিং করতে গিয়ে প্রথমে রাস্তার পাশে থামানো একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় নৈশ কোচের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঘোরানোর সময় একই লেনের একটি গরু বোঝাই ট্রাককে ধাক্কা মেরে সড়ক বিভাজক ভেঙে অপর লেনে গিয়ে ঢাকা থেকে সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টাফ মিনিবাসে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় মিনিবাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একে একে আরো তিনজনের মৃত্যু হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা চারটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। দুর্ঘটনায় আহত অনেককে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে সরিয়ে নেয়ার পর মহাসড়েকে যান চলাচল স্বাভাবিক হয়।
এএজে
