ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়ক অবরোধ করে কয়েকশ গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ শুরু করেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সকাল সাড়ে ৯টার দিকে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে শ্রমিকরাও মারমুখী হয়ে উঠে এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।

এ বিষয়ে পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রল) মাহবুব বলেন, শ্রমিকরা মিরপুর ১৩ নম্বরের রাস্তায় আছে। আমরা তাদের সরানোর চেষ্টা করছি।

এর আগে রোববার দুপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেসময় আন্দোলনরত শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে।

রোববার পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর ১০, ১১, ১৩ ও ১৪ নম্বরে পোশাক শ্রমিকরা সকাল থেকে অবস্থান করছিলো। তবে দুপুরের আগ পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও ১টার পর থেকে শ্রমিকরা রাস্তায় ভাঙচুর শুরু করে। এসময় মিরপুর ইনডোর স্টেডিয়ামের আশপাশে থাকা বেশ কয়েকটি বহুতল ভবনের কাঁচ ভাঙচুর করে তারা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়াশেল ছোড়ে পুলিশ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন