ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাসের ধাক্কায় প্রিজন ভ্যানের ৫ আসামি আহত

বাসের ধাক্কায় প্রিজন ভ্যানের ৫ আসামি আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে বাসের ধাক্কায় প্রিজনভ্যানের পাঁচ আসামি আহত হয়েছেন বলে জানা গেছে। আহত আসামিরা হলেন- মো. মুরাদ হোসেন (৩৯), মো. মুন্না মিয়া (২৫), অতুল চন্দ্র রায় (২৪), মো. আতিকুর রহমান (২২) এবং রজিব উদ্দিন রুমি (৪৪)।

সোমবার (৬ জুন) সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রজিব উদ্দিন রুমি নামে একজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রিজনভ্যানের পাঁচ আসামি আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আসে। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। একজন গুরুতর আহত। তাকে ভর্তি করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন