ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

প্রিজনভ্যান উল্টে আসামি-পুলিশসহ আহত ৯

প্রিজনভ্যান উল্টে আসামি-পুলিশসহ আহত ৯
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর (কেরানীগঞ্জ) এলাকায় আসামি বহনকারী প্রিজনভ্যান ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রিজনভ্যানটি উল্টে দুই পুলিশ সদস্য ও সাত আসামি আহত হয়েছেন। আহতদের রাজধানী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় ৩৫ জন আসামি নিয়ে প্রিজনভ্যানটি ঢাকার জজকোর্ট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যাচ্ছিল। প্রিজনভ্যানটি ঢাকা-মাওয়া রোডের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছে বামে মোড় নিচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী কুসুমপুর-সিরাজদিখান পরিবহনের একটি বাস প্রিজনভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রিজনভ্যানটি উল্টে গেলে ভ্যানে থাকা সবাই কম বেশি আহত হয়। আহতদের মধ্যে বেশি আঘাতপ্রাপ্ত সাত আসামি ও দুই পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য রাজধানীর একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে।  

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাস ও চলাককে আটকের চেষ্টা চলছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন