ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নলছিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

নলছিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঐক্য, সেবা ও সমৃদ্ধিকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে অরাজনৈতিক, মানবিক ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইসমাইল হোসেন ইমনকে। এ ছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লেখক, সাংবাদিক আহমেদ আল আমীন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজির হোসেন খান খোকন এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এইচএম নুরুজ্জামান মিয়া।

এ ছাড়া অ্যাসোসিয়েশনে ২০২২-২০২৪ সালের ৪১ সদস্যের কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. নবিউজ্জামান মিরন, মো. ওবায়দুর রহমান, মো. আনিছুর রহমান শাহীন, মো. সাইফুল ইসলাম সোহাগ ও মো. সোহেল আকন; যুগ্ম সম্পাদক মো. জহিরুল ইসলাম জুয়েল, মো. আতিয়ার রহমান সোহেল ও মো. রুবেল হোসেন রানা; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম তুহিন; সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাদল রশিদ খান; দপ্তর সম্পাদক মো. গোলাম রসুল নয়ন; সহ-দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান বাপ্পী; কোষাধ্যক্ষ মো. ইমাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাজু তালুকদার; পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক মো. তরিকুল ইসলাম নয়ন; সমাজকল্যাণ সম্পাদক কেএম নাহিদ আনাম; স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক ডা. মু. মুনিবুর রহমান জুয়েল; তথ্যসম্পাদক মো. সুমন হাওলাদার; শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. সাজিদ মাহমুদ শাওন; আইন ও আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এসএম মঈনুল করিম; কৃষি, পরিবেশ ও জলবায়ু সম্পাদক কৃষিবিদ মো. সাইফুল্লাহ সাইফ; নারী ও শিশুবিষয়ক সম্পাদক মোসা. রাহিমা; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশিকুজ্জামান রাহাত; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. সোহার্দো-বিন-হক (শুভ); পল্লী উন্নয়ন সম্পাদক মো. শামিম হোসেন; দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. রিপন হাওলাদার; ধর্ম ও নৈতিকতাবিষয়ক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম।

কার্যকরী সদস্য পদে রয়েছেন- মো. খলিল, অপু রায় চৌধুরী, মো. আরিফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. মর্তুজা সুমন, খাইরুল ইসলাম, সুমাইয়া বন্যা, মো. রফিকুল ইসলাম মামুন, মো. মাহবুব হোসেন ও মো. রায়হান ব্যাপারী।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন