রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪


রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১১ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ২ হাজাট ২৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৬ গ্রাম ১২ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৩৮৪ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান হয়।
এমইউআর
