চরফ্যাসন মাছবাজার মৎস্যজীবী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। চরফ্যাসন মাছবাজার শাখা মৎস্যজীবীলীগের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চরফ্যাসন পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান মোক্তাদি, মাছবাজার শাখার মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মোঃ জসিম হাওলাদার, আঃ জলিল মোল্লা, মোঃ হারুন প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তৃতা করেন।
শনিবার রাত ৯ টায় মাছবাজার মৎস্যজীবী লীগের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী সূচনা করা হয়।
সভায় প্রায় শতাধিক মৎস্যজীবীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক সংসদস্য মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি বর্তমান সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেক হায়াত বৃদ্ধির জন্য কামনা করেন বক্তারা।
এমবি
