ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

হত্যা মামলায় বাবা ও দুই ছেলে  গ্রেপ্তার

হত্যা মামলায় বাবা ও দুই ছেলে  গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ময়মনসিংহে গফরগাঁওয়ে সুপারি গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই ছেলে ও বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১১ জুন) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলার গফরগাঁও ষোলহাসিয়া এলাকার মৃত সমর উদ্দিনের ছেলে নুর ইসলাম (৫০), তার ছেলে মো. সুবল মিয়া (২৫) ও মো. সুমন (৩০)।

র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারদের সঙ্গে নিহত বাবুল মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ২০ মে বিকেলে ওই বিরোধপূর্ণ জমিতে বাবুল মিয়া সুপারি গাছ কাটতে যান। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বাবুল মিয়াকে স্থানীয়রা প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর নিহতের ভাই মো. ফারুক মিয়া বাদী হয়ে গফরগাঁও থানার মামলা দায়ের করেন। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন