ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

টিনের চালে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

টিনের চালে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার শিধলকুড়া ইউনিয়নের কামিজ উদ্দিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বেপারী (৩৫) শিধলকুড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড নিবাসী জহিরুল হক বেপারীর ছেলে ও ফরিদ মাদবর (২১) একই এলাকার মন্নান মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে বিদ্যুৎ এর কাজ করছিলেন জাহাঙ্গীর বেপারী। এ সময় কাজ করতে সমস্যা হওয়ায় ফরিদকে ডাকেন কাজটি করার জন্য। শর্ট সার্কিট হয়ে হঠাৎ ঘরের টিনের চাল কারেন্ট হয়ে যায়। এতে তারা কারেন্টে শক খেয়ে দুইজনেই মাটিতে পড়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিহাব রহমান বলেন, জাহাঙ্গীর তার বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এসময় বাড়ির সামনে দিয়ে ফরিদ যাচ্ছিলেন। জাহাঙ্গীর তাকে ডাকলে সে গিয়ে জাহাঙ্গীর সহযোগিতা করে। হঠাৎ চাল শর্ট সার্কিট হয়ে যায়। দু'জনকেই মাটিতে ফেলে দেয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, শুনেছি শিধলকুড়া ইউনিয়নে দু'জন ব্যক্তি বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু বরণ করেছেন। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন