ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

র‍্যাবের নতুন এডিজি কর্নেল কামরুল হাসান

র‍্যাবের নতুন এডিজি কর্নেল কামরুল হাসান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হলেন কর্নেল মো. কামরুল হাসান। তিনি কেএম আজাদের স্থলাভিষিক্ত হয়েছেন। 

আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এএসপি ইমরান খান। 

তিনি জানান, র‍্যাবের নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হয়েছেন কর্নেল মো. কামরুল হাসান। তিনি আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। এর আগেও কামরুল হাসান র‍্যাবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের এপ্রিলে র‍্যাব-১১-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর সুনামের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে নিজ বাহিনীতে ফিরে যান তিনি। সেসময় তিনি জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও প্রশ্ন ফাঁস চক্র, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে ব্যাপক প্রশংসা কুড়ান। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি পিপিএম-সাহসিকতা পদক পান। 

কর্নেল মো. কামরুল হাসান ৩৫ তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘কর্নেল’ পদবিতে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্রধান প্রশিক্ষক এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিওসি) উইং এ ডাইরেক্টিং স্টাফ (ফ্যাকাল্টি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি একটি সাঁজোয়া ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সশস্ত্র বাহিনী বিভাগের স্টাফ অফিসার (গ্রেড-২), সাঁজোয়া ব্রিগেডের ব্রিগেড মেজর এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্লাটুন কমান্ডার (প্রশিক্ষক) হিসেবে নিযুক্ত ছিলেন। 

 ২০০৬ সালে মিলিটারি অবজারভার এবং ২০১৮ সালে ব্যানব্যাট-২, দক্ষিণ সুদানে চিফ অপারেশনস অফিসার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত ছিলেন। চাকরির ধারাবাহিকতায় তিনি গত ১২ জানুয়ারি ২০২০ তারিখে কর্নেল পদে পদোন্নতি পান।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন