প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালি


গোপালগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা বাস্তবায়ন উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিসংখ্যান অফিস এই কর্মসূচির আয়োজন করে।
বুধবার (১৫ জুন) সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র চত্ত্বরে পায়রা উড়িয়ে এই ডিজিটাল জনশুমারী ও গৃহগণনার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার।
এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এই বর্ণাঢ্য র্যালিতে জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক মো. রেজাউল করিম, কোটালীপাড়া পরিসংখ্যান কর্মকর্তা নজরুল ইসলাম, সদর পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাসসহ জোনাল অফিসারগণ, বিএনসিসি, সুপারভাইজারগন এবং গণনাকারীগন অংশ নেন।
এমইউআর
