ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সালাম দিয়ে ডাকাতি: গ্রেপ্তার ৭

সালাম দিয়ে ডাকাতি: গ্রেপ্তার ৭
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বলছে, ব্যাংক থেকে টাকা তুলে কেউ যখন রাস্তা দিয়ে বিশেষ করে রিকশা করে যাওয়ার সময় তারা ওই যাত্রীকে টার্গেট করে। এরপর কোন নির্জন রাস্তায় পৌঁছালে তাদের মধ্যে যে কোন একজন টার্গেটকৃত যাত্রীর সামনে গিয়ে প্রথমে সালাম দিয়ে রিকশার গতিরোধ করে। এরপর তাদের সহযোগিরা একত্রিত হয়ে রিকশার হুড উঠিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আমিনুল ইসলাম বাবু ওরফে মো. সুমন ইসলাম বাবু ওরফে মো. সাইফুল ওরফে বাবু ওরফে সুমন, মো. সজল সিদ্দিক, দেলোয়ার হোসেন ওরফে পরশ পাঠান ওরফে মো. পলাশ ওরফে দীপু ওরফে মানিক ওরফে দেলোয়ার হোসেন পরশ ওরফে কালা মানিক, মো. সাইফুল ইসলাম, মো. হাসান, মো. আমির আলী ও মো. লিটন মিয়া।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, বৃহস্পতিবার দুপুরে সালাম পার্টির সদস্য উত্তরা পশ্চিম থানার ১৩নং সেক্টর এলাকায় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আমিনুল, সজল, দেলোয়ার ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি প্যাডেল চালিত রিকশা, ১টি চাপাতি, ৪ টুকরা নাইলন এর রশি ও ৩টি চাকু উদ্ধার করা হয়।


এছাড়াও অপর এক অভিযানে ওই দিন দুপুর দেড়টার দিকে উত্তরা ৭নং সেক্টর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সালাম পার্টির সদস্য হাসান, আমির ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি প্যাডেল চালিত রিকশা, ১টি চাপাতি, ৪ টুকরা নাইলন এর রশি ও ১টি কাটার নাইফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের অপরাধের কৌশল সম্পর্কে ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা সালাম পার্টির সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের উত্তরা, মিরপুর, মতিঝিল এলাকায় কৌশলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, তাদের মধ্যে একজন প্রথমে ব্যাংকে অবস্থান নেয়। ব্যাংক থেকে টাকা তুলে কেউ যখন রাস্তা দিয়ে বিশেষ করে রিকশা যোগে যাতায়াত করে তখন তারা ওই রিকশার যাত্রীকে টার্গেট করে পিছু নেয়। রিকশাসহ যাত্রী কোন নির্জন রাস্তায় পৌঁছালে তাদের মধ্যে যে কোন একজন টার্গেটকৃত রিকশার যাত্রীর সামনে গিয়ে প্রথমে সালাম প্রদর্শন করে এবং রিকশার গতিরোধ করে। এরপর তাদের সহযোগিরা একত্রিত হয়ে রিকশার হুড উঠিয়ে দেয়।

ওসি বলেন, টার্গেটকৃত রিকশার যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

গ্রেপ্তারকৃতরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন নাম, পিতার নাম, মায়ের নাম ও ঠিকানা ব্যবহার করে থাকে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন