ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • অপার সম্ভাবনার দুয়ার খুলছে দখিনের পর্যটনশিল্পে

    অপার সম্ভাবনার দুয়ার খুলছে দখিনের পর্যটনশিল্পে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র কয়েকদিন। পূরণ হতে চলেছে দক্ষিণানঞ্চলের কোটি মানুষের স্বপ্ন। উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এদিকে পর্যটনের অপার সম্ভাবনা সত্বেও যোগাযোগ অবকাঠামোর অভাবে পিছিয়ে ছিল বরিশাল। নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে না লাগানোর ফলে তেমন গড়ে ওঠেনি ভারী শিল্প-কারখানাও। তবে পদ্মা সেতু চালু হলে এ চিত্র অনেকটাই বদলে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু পুরোপুরি চালু হলে বরিশালে পর্যটন খাতে বিশেষ উন্নয়ন ঘটবে।

    কুয়াকাটা সমুদ্র সৈকত, ঝালকাঠি জেলার ভাসমান হাটবাজার, উজিরপুরের শাপলার বিল, নগরীর ত্রিশ গোডাউন, বরিশাল সদর উপজেলার গজনির দিঘী ও  দূর্গা সাগর ঘিরে পর্যটকদের সমাগম বাড়বে। এসব পর্যটন এলাকা ঘিরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে। উন্নয়নের অপার সম্ভাবনাময় এ বরিশালের দিকে তাই সবার চোখ।

    বরিশাল বিভাগীয় উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক বলেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের বিনিয়োগ ব্যবস্থার দ্বার খুলে দিয়েছে। সৃষ্টি হবে কর্মসংস্থান। পদ্মা সেতুকে ঘিরে এ অঞ্চলের মৎস্য, কৃষি, পর্যটন, অবকাঠামোসহ সব খাতের প্রসার ঘটবে।

    বিএম কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আখতারুজ্জামান খান বলেন, পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলে বিনিয়োগের জন্য এরই মধ্যে উদ্যোক্তারে মধ্যে নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে। এর ফলে বরিশালে বিনোদন পয়েন্টগুলোতে পর্যটনদের আনোগোনা বাড়বে। তেমনি ঐ সব এলাকায় ব্যবসা বানিজ্য  গড়ে উঠবে।

    বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, পদ্মা সেতু চালু হলে  বরিশালে নানা ধরনের ইন্ডাস্ট্রি, গার্মেন্টস করার জন্য উদ্যোক্তারা আগ্রহ দেখাবেন। এতে  কর্মসংস্থান সৃষ্টি হবে। এরই মধ্যে অনেকে জমি কিনে শিল্প-কারখানা করার জন্য প্রাথমিক কাজ শুরু করছে। তিনি বলেন, বরিশালের বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে। এসকল বিনোদন কেন্দ্রে পর্যটকদের সমাগম বাড়বে।

    বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, আমাদের নদী তীরবর্তী সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদনমুখী শিল্প কারখানা গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ রয়েছে। প্রবাসীসহ যারা অবস্থাপন্ন রয়েছেন তারা বরিশালে ইনভেস্ট করতে উৎসাহিত হলে জেলা প্রশাসক হিসেবে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

    জেলা প্রশাসক বলেন, বরিশালের বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে। এসকল বিনোদন কেন্দ্রে পর্যটকদের সমাগম থাকবে, সে লক্ষে বিনোদন কেন্দ্রেগুলোতে উন্নয়নে নতুন নতুন মাত্রা যোগ হবে। এ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, পদ্মা সেতুর দুই পারের সংযোগে বরিশালে পর্যটন যেমন বাড়বে, তেমনি দক্ষিণের ২১ জেলার আর্থসামাজিক এবং শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ