খানসামায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে খানসামা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মো. মোস্তফা আহম্মেদ শাহ এর সভাপতিত্বে ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি।
খানসামা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল অংগসংঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এইচকেআর
