ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

খানসামায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

খানসামায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বতি কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে খানসামা উপজেলা নিরবাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ভার্চুয়ালী কর্মশালার উদ্বোধন করেন সাবেক পরাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নিরবাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম।


কর্মশালায় অংশগ্রহণ করেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদেস্য, মহিলা ইউপি সদস্য, শিক্ষক, মসজিদের ইমাম,পুরোহিত  ও সাংবাদিক সহ রাজনৈতিক  ব্যক্তিবর্গ। 

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নিরবাহী অফিসার পরিসংখ্যান উল্লেখ করে মাদকে সারাদেশে যে বিশাল অর্থ অপচয় হয় তা থেকে পরিত্রাণে সকল মহলের সমন্বতি উদ্যোগের কথা তুলে ধরেন। 

কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সঙ্গে উপজেলা ভিত্তিক সমন্বতি কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এতে গ্রুপভিত্তিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন