শিক্ষককের গলায় জুতার মালা: আরও একজন গ্রেপ্তার


নড়াইলে কলেজ শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনায় নুর নবী (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুর নবী সদর উপজেলার গোবরা কারিগর পাড়ার ফয়েজ চৌকিদারের ছেলে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মাহামুদুর রহমান।
নড়াইলে কলেজ শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় সদর উপজেলার মির্জাপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) মোরসালিন বাদী হয়ে গত ২৭ জুন ১৭০ থেকে ১৮০ জন আজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এমইউআর
