ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাব

    মনপুরায় ২০ হাজার মানুষ পানিবন্দি, সাইক্লোন সেন্টারের নিচে হাটু পানি

    মনপুরায় ২০ হাজার মানুষ পানিবন্দি, সাইক্লোন সেন্টারের নিচে হাটু পানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে প্রবল জোয়ারে নতুন বেড়ীবাঁধের ৫০ ফুট ভেঙ্গে যায়। এছাড়াও জোয়ারের তোড়ে ভেঙ্গে গেছে এলজিইডি নির্মিত ৪০ ফুট পাকা সড়ক। 

    এতে উপজেলার সাথে উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে ভাঙ্গা বেড়ীবাঁধ ও ভেঙ্গে যাওয়া সড়কে দিয়ে জোয়ারের পানি ডুকে প্লাবিত হয়েছে বিস্তিৃর্ন এলাকা।  

    এছাড়াও জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে নতুন বেড়ীবাঁধের বাহিরে ১০ গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। 

    বুধবার দুপুর ২টায় জোয়ারের তোড়ে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক গ্রামে নতুন বেড়ীবাঁধ ভেঙ্গে যায়। একই সময়ে উপজেলার সাথে দুই ইউনিয়নের পাকা সংযোগ সড়কটি। 

    এদিকে উপজেলা থেকে বিচ্ছিন্ন চর কলাতলী, চর নিজাম, মহাজনকান্দি ও কাজীর চর এলাকায় ৫-৬ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। 

    ওই সমস্ত এলাকার মানুষ ঘরের টিনের চালে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্যরা। সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান, চরমরিয়ম, মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক, কাউয়ারটেক, আন্দিরপাড়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর ও মাষ্টারহাটের পশ্চিম পাশের নতুন বেড়ীবাঁধের বাহিরে ৪-৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। 

    ওই সমস্ত এলাকায় ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়াও মনপুরা ইউনিয়নে কারিতাসের নির্মিত সাইক্লোন সেন্টার ও অস্থায়ী ইউনিয়ন পরিষদের নিচে কোমর পানিতে ডুবে গেছে।  

    এদিকে উপজেলার মনপুরা ইউনিয়নে কূলাগাজী তালুক গ্রাম সংলগ্ন ৫০ ফুট নতুন বেড়ীবাঁধ জোয়ারের পানিতে ভেঙ্গে গেছে। অপরদিকে উপজেলার সাথে দুই ইউনিয়নের যোগাযোগের পাকা সংযোগ সড়কটির ৪০ ফুট জোয়ারের পানিতে ভেঙ্গে যায়। 

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, জোয়ারে ৫০ ফুট বেড়ীবাঁধ ও  এলজিইডি নির্মিত পাকা সড়ক ভেঙ্গে গেছে। বেড়ীর বাহিরে বির্স্তৃন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। 

    পাউবো নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, জোয়ার শেষ হলে ভেঙ্গে যাওয়া বেড়ীবাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ