মারা গেলেন মহানবীর রওজা মোবারক দেখভালকারী প্রবীণ অভিভাবক


মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখভাল করা প্রবীণতম অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গাল্ফ টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (১৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।
সৌদি কর্তৃপক্ষ জানায়, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
তিনি বিগত ৪০ বছরের বেশি সময় ধরে মহানবীর রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
টুইটার পোস্টে পবিত্র মসজিদে নববীর পক্ষ থেকে বলা হয়েছে, মদিনাস্থ মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িপ্রাপ্ত ছিলেন। তিনি আজকে মারা গেছেন।
কেআর
