ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সূর্যের তাপে গলে গেল ট্রেন সিগন্যাল!

সূর্যের তাপে গলে গেল ট্রেন সিগন্যাল!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলতে দেখা যায় বহু জায়গায়। কিন্তু কখনও দেখেছেন গরমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গিয়েছে! অবিশ্বাস্য মনে হচ্ছে? বলে রাখা ভাল, এই ছবি এসেছে ব্রিটেন থেকে। আর ছবিটি দিয়েছে সে দেশের ন্যাশনাল রেলওয়ে।

তীব্র গরমে পুড়ছে পুরো ইউরোপ। ব্রিটেনের অবস্থা ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। তার মধ্যেই এই ছবি প্রকাশ্যে আসায় সে দেশে গরমের ভয়াবহতা দেখে শিউরে উঠতে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে দাবানল- এই দুই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ছে ব্রিটেন-সহ পুরো ইউরোপ।

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘ট্রেনে যাত্রা শুরুর আগে ভাল করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কি না’। প্রবল গরমের জেরে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই-ই নয়, রেললাইনেও আগুন ধরে যাচ্ছে। ফলে রেল পরিষেবা বহু জায়গায় সীমিত করে দেওয়া হয়েছে।

গ্রেটার ম্যানচেস্টারের বহু রাস্তায় পিচ গলে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তা গলে যাওয়ার ছবিও কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন