দ্রৌপদীর জয়ে শুভেচ্ছা মমতার

ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভারতের ইতিহাসে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট তিনি। একইসঙ্গে, তিনি দেশটির দ্বিতীয় নারী প্রেসিডেন্ট। বৃহস্পতিবার যশবন্ত সিনহাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। উড়িষ্যার অধিবাসী দ্রৌপদী মুর্মু ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন।
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার দিকেই তাকিয়ে দেশ।’
তখন সবে তৃতীয় রাউন্ডের গণনার ফল প্রকাশ হয়েছে। জয়ী ঘোষণা হতে তখনও বাকি কিছু সময়। কিন্তু দ্রৌপদীই যে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হতে চলেছেন, তা নিশ্চিত। এমন সময় টুইটে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মমতা।
নিজের টুইটে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, ‘রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের মূল চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। বিশেষত, এ রকম একটা সময়ে, যখন সমাজ নানা মতভেদে জর্জরিত।’
সাবেক শিক্ষক ৬৪ বছর বয়সের দ্রৌপদী ওড়িশার মেয়ে। গত কয়েক দশক ধরে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য কাজ করে যাচ্ছেন। ঝাড়খণ্ডের প্রাদেশিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতে রাষ্ট্রপতি পদটি অনেকটা অলঙ্কারিক। রাষ্ট্রের সর্বোচ্চ পদ হলেও দেশ পরিচালনায় রাষ্ট্রপতির তেমন কোনও ভূমিকা নেই।
প্রথম কোনও আদিবাসী নারী রাইসিনা হিলের মসনদে যাওয়ায় দেশজুড়ে এই সম্প্রদায়ের সদস্যরা উল্লাস-উদযাপন শুরু করেছেন। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে রোড শোর মাধ্যমে মুর্মুর বিজয় উদযাপন শুরু হয়েছে। এছাড়াও বিজেপির অন্যান্য সব রাজ্য শাখাও বিজয় মিছিলের পরিকল্পনা করেছে।
এএজে
