ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

চালকবিহীন গাড়ি উন্মোচন 

চালকবিহীন গাড়ি উন্মোচন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিজেদের ‘অ্যাপোলো গো’ ট্যাক্সি পরিষেবায় স্বচালিত গাড়ি উন্মোচন করেছে ‎চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদু। ‎বৃহস্পতিবার (২১ জুলাই) নতুন এই গাড়ি উন্মোচন করে ‎কোম্পানিটি। নির্মাতা প্রতিষ্ঠানটির বরাতে বিবিসি জানায়, আরটি-৬ নামে নতুন এ মডেলের সিস্টেম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন চালকের দক্ষতার সমান। ‎

চীনা আইন অনুযায়ী, স্বচালিত গাড়িতে একজন চালক থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে বাইদু বলছে, কোনো একদিন তাদের আরটি-৬ গাড়ির স্টিয়ারিং হুইলের জায়গা নেবে একটি অতিরিক্ত আসন অথবা ভেন্ডিং মেশিন, ডেস্ক বা গেম কনসোল। ‎

বাইদুর বার্ষিক প্রযুক্তি সম্মেলনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রবিন লি ‎বলেন, ‘প্রতিটি অ্যাপোলো আরটি-৬-এর দাম আড়াই লাখ ইউয়ান, যা আগের মডেলগুলোর তুলনায় যথেষ্ট কম। আর এই খরচ কমিয়ে আনতে পারার ফলে চীনজুড়ে হাজার হাজার স্বচালিত বাহন নামানোর কাজটি আমরা করতে পারব।’ 

আরটি ৬ গাড়ি ছোট পরিসরে ট্রায়ালের জন্য ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে নিজস্ব বহরে যোগ করতে চায় বাইদু। ছবি: রয়টার্স
আরটি ৬ গাড়ি ছোট পরিসরে ট্রায়ালের জন্য ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে নিজস্ব বহরে যোগ করতে চায় বাইদু। ছবি: রয়টার্স
আরটি-৬ গাড়ি ছোট পরিসরে ট্রায়ালের জন্য ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে নিজস্ব বহরে যোগ করতে চায় বাইদু। আর কোম্পানিটির চূড়ান্ত লক্ষ্য ১ লাখ গাড়ি চীনের রাস্তায় নামানো। ‎

স্বচালিত এই ‎গাড়িতে মোট ৩৮টি সেন্সর রয়েছে, যার মধ্যে আছে: ‎

আটটি লাইট-ডিটেকশন ও রেঞ্জিং (লাইডার) সেনসর
একটি ৬ মিমি ওয়েভ রেডার‎
১২টি আলট্রাসনিক সেনসর
১২টি ক্যামেরা
২০২০ সালে রোবো-ট্যাক্সি পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকে শেনঝেন, সাংহাই, বেইজিংসহ চীনের ১০টি শহরে ১০ লাখেরও বেশি রাইড দিয়েছে বলে দাবি বাইদুর।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন