ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে কীটনাশক পানে একজনের আত্নহত্যা 

চাঁপাইনবাবগঞ্জে কীটনাশক পানে একজনের আত্নহত্যা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাধানগর ইউনিয়নের দুবইল ঝিলিক বাজার গ্রামের জাদু আলীর ছেলে হাবিবুর রহমান (৬৬) কীটনাশক পানে আত্নহত্যা করেছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমাস আলী সরকার জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল ঝিলিকবাজার গ্রামের জাদু আলীর ছেলে হাবিবুর রহমান সে দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগিতেছিল।  শনিবার (২৩ জুলাই) রাতে হাবিবুর রহমান বাড়ীর সকলের অগোচরে একই গ্রামের আঃ গাফ্ফার এর বাঁশ বাগানের মধ্যে গিয়ে কীটনাশক জাতীয় বিষ পান করে।

তাকে উদ্ধার করে আক্কেলপুর বাজারে লাইফ কেয়ার ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তার অবস্থার আরো অবনতি হইলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন