মেহেন্দিগঞ্জে জমি বিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা


মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড সোনামুখী গ্রামে শুক্রবার সকালে বিরোধীয় জমিতে ঘর উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হয়েছে। তারা লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। তাৎক্ষনিক দুই কাউন্সিলর ও এলাকাবাসীর হস্থক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে এ নিয়ে যে কোন সময় রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা গেছে, সোনামুখি মৌজার জমি নিয়ে আব্দুল মালেক বেপারী গংদের সাথে খোরশেদ বেপারী, মনির ফকির গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এ নিয়ে ইতিপূর্বে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও হয়েছে। শুক্রবার সকালে আব্দুল মালেক বেপারী ২৫-৩০ জনের কথিত সন্ত্রাসীদের নিয়ে বিরোধীয় জমিতে ঘর উত্তোলন করতে যায়। এসময় খোরশেদ বেপারী গংরা বাঁধা দেয়। তখন মালেক বেপারী গংরা লাঠিসোটা নিয়ে খোরশেদ বেপারী গংদের উপর চড়াও হয়।
সংবাদ পেয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর এসএম শাহজাহান সোহেল মোল্লা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারী, মিরাজ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ধরনের দুর্ঘটনার আশংকায় প্রশাসনের হস্তপেক্ষ কামনা করছে এলাকাবাসী।
এমবি
