ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শপথ নিলেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী

শপথ নিলেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নির্বাচনের ফল নিয়ে নানা নাটকীয়তার পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী পারভেজ এলাহি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে তার প্রাসাদে এলাহিকে শপথগ্রহণ করান।

আজ বুধবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর ফলে মুসলিম লীগকে (নওয়াজ) হটিয়ে দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের ক্ষমতায় ফের আসীন হয়েছে পিটিআই।

পাঞ্জাবে গত শুক্রবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোট পান এলাহি। তবে পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি এক রায়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী ঘোষণা করেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল রাতে দোস্ত মোহাম্মদ মাজারির রায় বাতিল করে দেন। ফলে এলাহি জয়ী হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।

আদালত স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এলাহিকে শপথ পড়ানোর জন্য পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমানকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশে বলা হয়েছিল, গভর্নর এই দায়িত্ব পালন করতে না পারলে পাকিস্তানের প্রেসিডেন্ট শপথগ্রহণ করাবেন। পরে গভর্নর শপথ না পড়ানোয় প্রেসিডেন্ট আরিফ আলভি বিশেষ বিমানে এলাহিকে ইসলামাবাদে আনিয়ে শপথ বাক্য পাঠ করান।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন