ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

রাশিয়াকে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়াকে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, বন্দি বিনিময় চুক্তি করার জন্য রাশিয়াকে বাস্তবভিত্তিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার এবং পল হোয়েলানকে রাশিয়া মুক্তি দেবে। এর বিপরীতে রুশ অস্ত্র ঠিকাদার ভিক্টর বাউটকে ছেড়ে দেবে মার্কিন প্রশাসন।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, মাদক সংক্রান্ত ঘটনায় গ্রাইনার ও গুপ্তচরবৃত্তির অভিযোগে পল হোয়েলানকে আটক করে রাশিয়া। অন্যদিকে, ভিক্টর বাউটকে ২০০৮ সালে থাইল্যান্ড থেকে আটক করা হয়। ওই সময় তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ এবং মার্কিন নাগরিকদের হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। থাইল্যান্ডে আটক হওয়ার দুই বছর পর ভিক্টরকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আগামী দিনগুলোতে আমি আশা করি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলব। যুক্তরাষ্ট্রের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে আমি তার সঙ্গে ব্রিটনি গ্রাইনার ও পল হোয়েলানের মুক্তির বিষয় নিয়ে কথা বলব। এ বিষয়ে আমাদের সরকার বারবার ও সরাসরি প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। বিষয়টি নিয়ে এখন আমি ব্যক্তিগতভাবে ফলোআপ করব।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনারা। এর কিছুদিন পর মাদকদ্রব্য সঙ্গে রাখার কারণে ব্রিটনি গ্রাইনারকে রাশিয়ার পুলিশ আটক করে।

অন্যদিকে, মার্কিন সাবেক মেরিন সেনা হোয়েলানের বিরুদ্ধে ২০২০ সালে রাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে। তিনি রাশিয়ার কারাগারে ১৬ বছর ধরে জেল খাটছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের এই প্রস্তাব সম্পর্কে রাশিয়া কী ভাবছে তা জানা যায়নি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন