শ্রীলঙ্কার উদ্দেশে চীনা জাহাজ! নজর রাখছে ভারত


শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদ্দেশে রওয়ানা দিয়েছে চীনের একটি জাহাজ। এমন গুঞ্জন ছড়াতেই ভারত জানিয়ে দিল, তারা বিষয়টির দিকে কড়া নজর রেখেছে। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিবৃতি পেশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এমন কোনও জাহাজ আসার ব্যাপারে তাদের কাছে কোনও খবর নেই। তবে কলম্বো এহেন গুঞ্জনকে উড়িয়ে দিলেও বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
বলা হচ্ছে, আগামী মাসের ১১ তারিখেই হাম্বানটোটা বন্দরে ভিড়তে পারে চীনের ইউয়ান ওয়াং ৫ জাহাজটি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ‘দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলো সেগুলোর দিকে সব সময় নজর রেখে চলে সরকার’। তার বক্তব্য থেকেই পরিষ্কার, শ্রীলঙ্কার বন্দরের দিকে নজর রাখবে ভারত। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে পরিষ্কার শ্রীলঙ্কার বন্দরে কোনও রকম চীনা জাহাজের উপস্থিতি মোটেই ভালভাবে দেখছে না নয়াদিল্লি।
গত ১৩ জুলাই চীনা বন্দর জিয়াঙ্গিন থেকে রওয়ানা দিয়েছে ইউয়ান ওয়াং ৫ জাহাজটি। আপাতত সেটি পূর্ব চীন সাগরে রয়েছে বলে জানা গিয়েছে। ১১ থেকে ১৭ আগস্টের মধ্যেই যেটির শ্রীলঙ্কার বন্দরে ভেড়ার কথা। কলম্বোর এক সংস্থার ওয়েবসাইটেই এই দাবি করা হয়েছে। যদিও শ্রীলঙ্কা কিন্তু এমন কোনও খবরের নিশ্চয়তা নেই বলেই জানিয়েছে। নিঃসন্দেহে ভারতের বার্তায় তারা সতর্ক থাকবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভারত উপমহাদেশে কৌশলগত অবস্থান মজবুত করছে চীন। বিশ্লেষকদের মতে, চীনের কাছ থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে অর্থনৈতিক ভাবে অলাভজনক বেশ কয়েকটি প্রকল্প গড়ে তুলেছে কলম্বো। তাই শ্রীলঙ্কার আর্থিক সংকটের জন্য চীনকেই দায়ী করা হয়েছে। এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে মরিয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এর মধ্যেই ফের চীনা জাহাজের আগমন ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও চীন এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেনি।
এএজে
