চাঁপাইনবাবগঞ্জে আগস্টের প্রথম প্রহরে আলোর মিছিল


আগষ্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু সহ সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং আলোর মিছিল করে শোকাবহ আগষ্টের কর্মসূচী শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক এর সঞ্চালনায় আলোর মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের নেতা জুবায়ের রহমান অংকুর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়ালিদ হাসান গালিবসহ সদর উপজেলা ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসীর দন্ড কার্যকর করার দাবী জানান।
এইচকেআর
