দেড় হাজার পিস ইয়াবাসহ চাঁপাইনবাবগঞ্জে কারবারি গ্রেফতার
.jpeg)

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে থেকে ১ হাজার ৫৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত উপজেলার আজমতপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ জানায়, ১ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার ০৪ নং মোবারকপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের লাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে অভিযান পরিচালনা করে নজরুল ইসলামকে ইয়াবাসহ আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামী হস্তান্তর করা হয়েছে।
এসএমএইচ
