ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

নেপালকে রুখে দিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে রুখে দিয়ে ফাইনালে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে ভারতের ভুবনেশ্বরে লিগ পর্বের শেষ ম্যাচে দশজন নিয়ে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফাইনালে পৌঁছে যায় পল স্মলির শিষ্যরা। ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে ফাইনাল নিশ্চিত করে শহীদুল-মিরাজুলরা।

বাংলাদেশের জন্য সমীকরণটা ছিল সহজ। কোনোরকমে ড্র করলেই ফাইনাল। অন্যদিকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে হতো নেপালের। দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচটি শুরু থেকেই বেশ উত্তেজনা ছড়ায়। আক্রমণ-পাল্টা আক্রমণে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে একটা ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা রূপ নেয় হাতাহাতিতে। তাতে ম্যাচ থেমে থাকে বেশ কিছুক্ষণ। ওই হাতাহাতির ঘটনায় বাংলাদেশের শহীদুল ইসলাম ও নেপালের দীপেশ গুরুং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ওই ঘটনার পর দশজন নিয়ে খেলে ৬৩ মিনিটে লিড নেয় বাংলাদেশ। এ সময় ডানদিক দিয়ে পাল্টা আক্রমণে ডি বক্সের মধ্যে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন পিয়াস আহমেদ নোভা। তাতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ৬৮ মিনিটে নেপালের বদলি খেলোয়াড় নিরাঞ্জন মাল্লা ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান।

শেষ পর্যন্ত এই সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। আর বাংলাদেশ কাঙ্খিত ১ পয়েন্ট অর্জন করে পৌঁছে যায় ফাইনালে। আজ অপর ম্যাচে ভারত যদি মালদ্বীপকে হারাতে পারে কিংবা ড্র করে তাহলে ফাইনালে উঠবে এবং ৫ আগস্ট বাংলাদেশের মুখোমুখি হবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন