ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

 ব্রাজিলিয়ান ফুটবলারের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 ব্রাজিলিয়ান ফুটবলারের গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক ব্রাজিলিয়ানের যানবাহন চাপা দিয়েছেন মোটরসাইকেল আরোহীকে। এসময় ঐ ফুটবলার রেনান ভিক্টর দা সিলভার কাছে ছিল না ড্রাইভিং লাইসেন্সও। এই ঘটনার পর ২০ বছর বয়সী এই সেন্টার ব্যাককে চুক্তি থেকে বাদ দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

সাও পাওলোর ক্লাবটি নিশ্চিত করেছে, ব্রাজিলের সাবেক অনূর্ধ্ব-১৭ দলের এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে ক্লাব থেকে। তার অপকর্মের জন্যই এমন শাস্তি বলে জানিয়েছে ক্লাবটি। রেনান চলতি মৌসুমে ধারে খেলতে গিয়েছেন রেড বুল ব্রাগানতিনোতে। ওই ক্লাবও তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই।

দুর্ঘটনাটি ঘটে সাওলো পাওলোতে। মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন রেনান। সেখানে গিয়ে ধাক্কা দেন ৩৮ বছর বয়সী এই মোটরবাইক চালকে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন ওই মোটরসাইকেল আরোহী।

আপাতত ৫০ হাজার ডলারের মতো জরিমানা দিয়ে জামিন পেয়েছেন রেনান। তবে তার বিরুদ্ধে অপরাধমূলক হত্যার অভিযোগ আনা হবে।

যদিও ইচ্ছেকৃতভাবে এই হত্যা করেননি রেনান। তবে যেহেতু তার লাইসেন্স ছিল না এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তাই ১০ বছর বা তার বেশি জেল হতে পারে ব্রাজিলিয়ান এই ফুটবলারের।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন