ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Motobad news

ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিলো সাইফ স্পোর্টিং ক্লাব

ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিলো সাইফ স্পোর্টিং ক্লাব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিপিএল ফুটবলের সবশেষ আসরে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে সাইফ স্পোর্টিং ক্লাব। লিগে এখন পর্যন্ত এটাই তাদের সেরা সাফল্য। আর সর্বোচ্চ সাফল্যের মৌসুম শেষেই কি না ক্লাবটি সব ধরণের ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিল। ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য করতে না পারাতেই এমন সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়ে দিয়েছে ক্লাবটি।

সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, যে পরিমাণ ব্যয় হচ্ছে, ঠিক সেই ভাবে রিটার্ন পাওয়া যাচ্ছে না। এছাড়াও জাতীয় ফুটবলেও কোনো প্রভাব রাখতে পারছি না। পাশাপাশি গ্রুপের বাণিজ্যিক ব্যস্ততা বেড়ে যাওয়ায় ফুটবলে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে আমি খুব বেশি সম্পৃক্ত না। বোর্ড অব ডিরেক্টরদের সভায় ফুটবলে না থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিলেও ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা ও দাবা দল থাকবে বলেও নিশ্চিত করেছেন রুহুল আমিন। এই বিষয়ে তার ভাষ্য, দাবা দল থাকবে। পৃষ্ঠপোষকতা ও অন্যান্য কার্যক্রম চলবে। শুধুমাত্র ফুটবলের কার্যক্রমই স্থগিত থাকবে।

সাইফ পাওয়ারটেকের এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য বলেও উল্লেখ করেন তিনি। এই বিষয়ে রুহুল আমিনের ভাষ্য, ‘গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী ফুটবলের সব কার্যক্রম থেকে সাময়িক বিরতিতে থাকা হবে। ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আবারও ফিরে আসবো।’

২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া সাইফ স্পোর্টিং ওই বছরই অংশ নেয় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। চ্যাম্পিয়নশিপ লিগে রানার্স আপ হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসে ক্লাবটি। ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে শুরু হয় তাদের যাত্রা।

বাংলাদেশ ফুটবলের প্রথম কর্পোরেট দল তারা। সাইফ স্পোর্টিং ক্লাবের পর কর্পোরেট দল হিসেবে বাংলাদেশ ফুটবলে আবির্ভাব ঘটেছে বসুন্ধরা কিংসের। বিদেশি কোচ ও খেলোয়াড়ের পাশাপাশি দেশি তারকাদের দলে ভিড়িয়ে চমক দেখানো সাইফ স্পোর্টিং প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে প্রাক মৌসুমে দেশের বাইরে অনুশীলনও করে। দলটির হয়ে প্রায় সব মৌসুমই খেলেছেন দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা জামাল ভূঁইয়া।

দেশের বাইরে ক্যাম্প কিংবা মানসম্পন্ন কোচ ও খেলোয়াড় নিয়েও ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা জিততে পারেনি তারা। তবে লিগে চতুর্থ হয়ে ২০১৮ সালে এএফসি কাপ খেলার সুযোগ পায় ক্লাবটি। তবে সেবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয় তাদেরকে। দলটির একমাত্র শিরোপা বলতে ভারতের আসামের আমন্ত্রণমূলক টুর্নামেন্ট বোদৌসা কাপ জয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন