ঢাকা রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Motobad news

একই সাথে বিমান ওড়ালেন পাইলট মা-মেয়ে

একই সাথে বিমান ওড়ালেন পাইলট মা-মেয়ে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মায়ের সাথে একই বিমানে চালকের আসনে বসবেন মেয়ে কিংবা মা-মেয়ে এক সাথে করবেন ফ্লাইট পরিচালনা। সেই স্বপ্নই বাস্তবে ধরা দিয়েছে ক্যাপ্টেন হলি পেটিটি এবং কেলি পেটিটি।

ক্যাপ্টেন হলি তার মেয়ে কেলিকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিমানের যাত্রীদের সঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে, মা মেয়ে তাঁদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই সাউথওয়েস্টের প্রথম মা মেয়ের পাইলট জুড়ি।’

ক্যাপ্টেন হলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। সাউথওয়েস্ট বিমান টিমের নতুন সদস্য, আপনাদের বিমানের প্রথম অফিসার আমার মেয়ে কিলি।’

হলি আরও বলেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে। প্রথমবার যখন আমি এই ক্যারিয়ার বেছে নেই, তখন এর প্রেমে পড়ে যাই। আমার এক সন্তানও এর প্রেমে পড়েছে, সেও বেছে নিয়েছে এই ক্যারিয়ার। এটা পরাবাস্তবাবাদ।’

সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘হলি আর কেলি কেবল সাউথওয়েস্টে ইতিহাস গড়েনি, তারা সব বাধা ডিঙিয়ে নারী ক্ষমতায়নের দৃষ্টান্তও রেখেছেন। তারা দেখিয়েছেন, সব বয়সেই আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করা যায় এবং পৌঁছে যাওয়া যায় আকাশে।’


সূত্র: ফক্স ফোর


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন