ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ভারতে তল্লাশিতে প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

ভারতে তল্লাশিতে প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
ছবি: উদ্ধার হওয়া নগদ টাকা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের জালনায় দুই প্রতিষ্ঠানের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে মোট ৩৯০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। নগদ টাকা, স্বর্ণ এবং হিরে-জহরতসহ সব সম্পত্তির পরিমাণ গুনতে ১৩ ঘণ্টা সময় লেগেছে কর্মকর্তাদের। খবর আনন্দবাজার পত্রিকার।

বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ৫৬ কোটি নগদ টাকা, ৩২ কেজি সোনা ও হিরে জহরত এবং ১২০টিরও বেশি গাড়ি।


আয়কর দপ্তর থেকে জানা যায়, গত ১ থেকে ৮ আগস্টের মধ্যে দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে এই সম্পদ উদ্ধার করা হয়েছে। মোট সম্পদের পরিমাণ নির্ধারণ করতে কর্মকর্তাদের ১৩ ঘণ্টা সময় লেগে যায়।

কর ফাঁকি মামলায় ভারতের মহারাষ্ট্র রাজ্যের জালনার একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দপ্তরের পাঁচটি পৃথক দল। একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর ফাঁকির ব্যাপারে তথ্য মেলার পর এভাবে দল ভাগ করা হয়। মোট ২৬০ জন কর্মকর্তা মিলে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেন।  

সূত্র: আনন্দবাজার


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন