ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

টেলকম পাউডার বিক্রি বন্ধ করছে জনসন অ্যান্ড জনসন

টেলকম পাউডার বিক্রি বন্ধ করছে জনসন অ্যান্ড জনসন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী বছর থেকে বিশ্বজুড়ে বাচ্চাদের টেলকম পাউডার তৈরি ও বিক্রি বন্ধ করতে যাচ্ছে জনসন অ্যান্ড জনসন।

যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধের দুই বছরেরও বেশি সময় পর এ ঘোষণা দেওয়া হলো। খবর বিবিসির।

জনসন অ্যান্ড জনসনের এ বেবি পাউডারের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছেন নারীরা। তাদের অভিযোগ, এ টেলকম পাউডারে অ্যাসবেস্টস থাকে এবং তাদের ডিম্বাশয়ের ক্যান্সারের কারণ হয়।

তবে কোম্পানিটি এ পাউডারের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলছে, দশকের পর দশক স্বাধীন গবেষণা দেখিয়েছে এ পণ্য ব্যবহারের জন্য নিরাপদ।

কোম্পানিটি এক বিবৃতিতে বলে, ‘বিশ্বব্যাপী পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে আমরা কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার পোর্টফোলিওতে রূপান্তর করার বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েছি।’

কোম্পানিটি জানায়, কর্নস্টার্চ-ভিত্তিক বেবি পাউডার ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে।

২০২০ সালে জনসন অ্যান্ড জনসন বলে, তারা যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের টেলকম পাউডার বিক্রি বন্ধ করবে। কেননা, মামলার পরিপ্রেক্ষিতে সেখানে তাদের পণ্যের চাহিদা কমে গিয়েছিল।

তখন তারা জানিয়েছিল, তারা যুক্তরাজ্য ও বিশ্বের অন্য দেশে এ পণ্য বিক্রি অব্যাহত রাখবে।

প্রায় ১৩০ বছর ধরে এ বেবি পাউডার বিক্রি করে আসছিল জনসন অ্যান্ড জনসন। যা কোম্পানিটির পরিবার-বান্ধব একটি ভাবমূর্তি তৈরি করেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন