ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কাবুলে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ২১: পুলিশ

কাবুলে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ২১: পুলিশ
মসজিদে বিস্ফোরণে নিহত এক ব্যক্তির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। কাবুল পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

গতকাল বুধবার সন্ধ্যায় মুসল্লিরা প্রার্থনারত অবস্থায় ওই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আশেপাশে বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএস নিউজ জানিয়েছে, বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন আহত হয়েছে। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
এর আগে, আল জাজিরা এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, নিহতের সংখ্যা ২০ এবং আহত হয়েছেন ৪০ জন। ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেছেন, ‌‘একটি মসজিদের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে... বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে’।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন