চীনে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহত ১৬


চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাংহাইয়ে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ১৬ জন নিহত হয়েছে এবং আরও ৩৬ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সিসিটিভি জানায়, বুধবার রাত থেকে কাংহাই প্রদেশের ৪ লাখ ৩ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত স্বায়ত্তশাসিত দাতোং হুই অ্যান্ড তু এলাকায় হঠাৎ করে ভারি বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ে বন্যা এবং ভূমিধস দেখা দেয়।
তুমুল বৃষ্টিপাতের ফলে নদীগুলোর গতিপথ বদলে যায় আর তাতে একাধিক গ্রাম ও শহর ভেসে যায়। বন্যায় ৬ হাজার দুইশর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, ৬টি গ্রামের বিভিন্ন সড়ক ঢেকে গেছে কাদা, মাটি থেকে উপড়ে যাওয়া গাছ ও ধ্বংসাবশেষে।
এই দুর্যোগ মোকাবেলায় ১৬০টির বেশি যান ও দুই হাজার জনের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে স্থানীয় সরকার।
এমন এক সময়ে কুইংহাইয়ে এই প্রলয় দেখা দিল, যখন চীনের প্রায় সব অঞ্চলে গত ১৫ দিন ধরে ব্যাপক তাপপ্রবাহ চলছে।
চলতি বছরের জুন থেকেই চীনকে দাবদাহ, রেকর্ড বন্যার মতো চরমভাবাপন্ন আবহাওয়াজনিত পরিস্থিতির সঙ্গে লড়তে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছরের গরমে ব্যাপক তাপপ্রবাহের পাশাপাশি তুমুল বর্ষণ ও তার প্রভাবে সৃষ্ট বন্যাও আঘাত হেনেছে চীনের বিভিন্ন অঞ্চলে।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, তুমুল বর্ষণ-বন্যায় গত জুন মাস থেকে এ পর্যন্ত চীনের দক্ষিণাঞ্চলেই ঘরবাড়ি হারিয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ২৫ কোটি ডলারেরও বেশি।
এসব দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে দেশটির সরকার। চীনের অর্থনীতি ও সমাজের ওপর চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব ক্রমেই বাড়ছে, বলেছে তারা।
এএজে
