ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৫ জনের  মৃত্যু 

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৫ জনের  মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তুরস্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২২ জন। স্থানীয় সময় আজ শনিবার সকালে দেশটির গাজিয়ান্তেপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী ও দুইজন স্বাস্থ্যকর্মী। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজিয়ান্তেপ প্রদেশের গভর্নর দাভুত গুল। তিনি বলেন, আজ সকাল ১০টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর সেখান থেকে প্রায় ২০০ মিটার সামনে এগিয়ে যায় এবং একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের গাড়িতে আঘাত হানে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন