ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Motobad news

বোরহানউদ্দিনে ৫ জিনের বাদশা আটক

বোরহানউদ্দিনে ৫ জিনের বাদশা আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার বোরহানউ‌দ্দি‌নে কথিত ৫ জিনের বাদশা‌কে আটক করেছে ঢাকার সবুজবাগ থানা পু‌লিশ ।

গত শ‌নিবার (২০ আগস্ট) দিবাগত রাতভর উপ‌জেলার কা‌চিয়া ইউ‌নিয়‌নের ৪ ও ৫ নং ওয়া‌র্ডে অ‌ভিযান চালি‌য়ে তাদের আটক ক‌রা হয়। 

সোমবার (২২ ‍আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শা‌হিন ফ‌কির। 

আটককৃতরা হ‌লেন, ম‌হিজল দফাদা‌রের ছে‌লে মো. অ‌হিদ, লোকমান মিয়ার ছে‌লে আঃ রাজ্জাক, মো. দা‌নিসের ছে‌লে মো. রা‌শেদ, হা‌বিবুল্লাহ দফাদা‌রের স্ত্রী গো‌লেনুর বেগম ।


বোরহানউ‌দ্দিন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শা‌হিন ফ‌কির জানান, আটককৃতদের না‌মে সবুজবাগ থানায় এক‌টি প্রতারণা মামলা র‌য়ে‌ছে। যার নং ২১, তা‌রিখ ১৫/০৮/২২ । এরা সবাই জিন প্রতারক। এ‌দের বিরু‌দ্ধে বোরহানউ‌দ্দিন থানায় ও জিন প্রতারণার মামলা র‌য়ে‌ছে। সবুজবাগ থানা পু‌লি‌শের অ‌ভিযান প‌রিচালনায় তা‌দের সা‌থে বোরহানউ‌দ্দিন থানা পু‌লিশের এস আই মেজবাহ সহ‌যোগীতা ক‌রেন ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন