ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে গ্রহণ করতে হবে : ফয়জুল করীম যারা পুরাতন রাজনীতি করতে চায়, তাদের জন্য রাজনীতি আর সহজ হবে না: নাহিদ পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে
  • বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

    বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহাউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় মো. মহিন মীর (২৭) নামে এক যুবকের মত্যু হয়েছে । রবিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামের আকবর ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিন একই গ্রামের হাবিবুল্লাহ মীরের ছেলে।

    পরিবার সূত্র জানায়, রবিবার বিকালে মহিন তাদের নিজস্ব জমিতে গেলে প্রতিপক্ষ মো. শামসুল হক মীরের সাথে কথা কাটাকাটি হয় ৷ তাকে একা পেয়ে শামসুল হক মীরের বেয়াই ইউসুব মীর, ছেলে মোরশেদ মীর ও নূরউদ্দিনসহ ৮-১০ অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হন মহিন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য আসলে তাদের উপরও হামলা চালায় ৷ এসময় তার ছোট ভাই মো. নাজিমুদ্দিন, আবু ছায়েদ ও তাঁর মা গুরুত্বর আহত হন ৷ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে ।

    রবিবার দিবাগত রাত ২ টায় আহতদের মধ্যে মহিনের মৃত্যু হয়। পরিবারের বাকি আহত সদস্যরা সেখানে ভর্তি আছে । তা‍ঁর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে মহিনের মৃত্যুর খবরে রাতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি ৷

    এবিষয়ে সাচড়া ইউনিয়েনর চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা জানান, বিষয়টা শুনেছি । অসুস্থ থাকায় আমি এখন ঢাকায় চিকিৎসাধীন আছি। 

    বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ  আবদুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলায় নামধারী  ৫ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মহিনদের ও শামসল হক মীরের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ