বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত


ভোলার বোরহাউদ্দিনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় মো. মহিন মীর (২৭) নামে এক যুবকের মত্যু হয়েছে । রবিবার (২১ আগস্ট) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের বাথান বাড়ী গ্রামের আকবর ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিন একই গ্রামের হাবিবুল্লাহ মীরের ছেলে।
পরিবার সূত্র জানায়, রবিবার বিকালে মহিন তাদের নিজস্ব জমিতে গেলে প্রতিপক্ষ মো. শামসুল হক মীরের সাথে কথা কাটাকাটি হয় ৷ তাকে একা পেয়ে শামসুল হক মীরের বেয়াই ইউসুব মীর, ছেলে মোরশেদ মীর ও নূরউদ্দিনসহ ৮-১০ অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হন মহিন। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য আসলে তাদের উপরও হামলা চালায় ৷ এসময় তার ছোট ভাই মো. নাজিমুদ্দিন, আবু ছায়েদ ও তাঁর মা গুরুত্বর আহত হন ৷ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে ।
রবিবার দিবাগত রাত ২ টায় আহতদের মধ্যে মহিনের মৃত্যু হয়। পরিবারের বাকি আহত সদস্যরা সেখানে ভর্তি আছে । তাঁর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে মহিনের মৃত্যুর খবরে রাতেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি ৷
এবিষয়ে সাচড়া ইউনিয়েনর চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা জানান, বিষয়টা শুনেছি । অসুস্থ থাকায় আমি এখন ঢাকায় চিকিৎসাধীন আছি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলায় নামধারী ৫ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মহিনদের ও শামসল হক মীরের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে ।
এইচকেআর
