মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু


ভোলায় অটোরিক্সায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে এম্বুলেন্সের চাপায় আরিফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে শহরের পানের আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ রতনপুর গ্রামের বাছেদের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে একটি অটোরিক্সায় করে মা-ছেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিক্সাটি পানের আড়ৎ এলাকায় ব্রেক করলে মায়ের কোল থেকে আরিফ ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন বিপরীত দিকে থেকে আসা একটি এ্যাম্বুলেন্সের চাপায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এইচকেআর
