আফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু

গত ৪৮ ঘণ্টায় আফগানিস্তানের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানান।
চলতি বছর কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে দেশটি। এর মধ্যে রয়েছে খরা এবং একটি ভয়াবহ ভূমিকম্প। এতে জুনে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, লোগার প্রদেশে এ বন্যার কারণে ২০ জন মারা গেছে এবং ৩৫ জন আহত হয়েছে।
তবে বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যা আরও বেশি।
সূত্র : রয়টার্স
এএজে
