লালমোহনে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক ১


ভোলার লালমোহনে ৫’শ গ্রাম গাঁজাসহ আনিচল (৩৭) নামে এক জনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। সে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নির্দেশে এসআই জাহিদ হাসান, এএসআই কাজী নাঈম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কচুয়াখালী গ্রামের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। এসময় তার ঘরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ ।
লালমোহন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় । এসময় আনিচলের বসতঘরে কালো পলিতে ৫শত গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আনিচলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর
