ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ৮৩০

পাকিস্তানে বন্যায় মৃত্যু বেড়ে ৮৩০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩০ জনে। এছাড়া এতে লাখ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশটির বেলুচিস্তানে প্রবল বর্ষণে প্রথমে বন্যা দেখা দেয়। এরপর টানা বৃষ্টিতে সিন্ধু প্রদেশের ৩০ জেলা বন্যার পানিতে ডুবে যায়। শুধু সিন্ধু প্রদেশেই ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দক্ষিণ পাঞ্জাবে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। কয়েক লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যার সংকট মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রেহমান অবিলম্বে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, পাকিস্তানজুড়ে বন্যার কারণে আরও ১ হাজার ৩৪৮ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন