৫০০ বছরের সবচেয়ে ভয়াবহ খরায় ধুঁকছে ইউরোপ


৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখছে ইউরোপ। যা ভুট্টা, সয়াবিনসহ এ অঞ্চলের প্রধান ফসলের উৎপাদন ১৫ শতাংশের মতো হ্রাস করবে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। খবর আনাদোলু এজেন্সি।
গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে কমিশনের গবেষকরা বলছেন, এবারের খরা এখনো পর্যন্ত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
অনাবৃষ্টি এই অঞ্চলের কৃষি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। খরাজনিত দাবানল সৃষ্টির উদ্বেগজনক পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নের ৬৪ শতাংশ অঞ্চল সতর্কতা বা সতর্কতার অধীনে রয়েছে।
ইইউ’র ১৭ শতাংশ অঞ্চলে খরার প্রভাবে সবজি ও ফসল উৎপাদনে নেতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। আরো ৪৭ শতাংশ অঞ্চলের মাটিতে আর্দ্রতার ঘাটতি রয়েছে।
ইউরোপিয়ান কমিশনের পূর্বাভাস অনুযায়ী, দীর্ঘ খরায় কারণে গত ৫ বছরের গড় উৎপাদনের চেয়ে ভুট্টা, সয়াবিন ও সূর্যসুখীর উৎপাদন কমবে যথাক্রমে ১৬, ১৫ ও ১২ শতাংশ।
প্রতিবেদনে আরো বলা হচ্ছে, বৃষ্টিপাতের অভাব ইউরোপের প্রায় সব নদীর প্রবাহ করেছে। যার ফলে জ্বালানি ও পরিবহন খাত স্থবির হয়ে পড়েছে।
এএজে
