হাঁসের খামার থেকে অজগর উদ্ধার


শরণখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের চরপাড়া থেকে আবারও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
ওয়াইল্ড লাইফ ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা বুধবার (২৪ আগষ্ট) সকালে ঐ গ্রামের কৃষক বেলাল হোসেন খানের বাড়ির হাঁসের খামার থেকে অজগরটি উদ্ধার করে। দুপুরে অজগরটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় অবমুক্ত করে দেয়া হয়েছে বন বিভাগ নিশ্চিত করেছে ।
সুন্দরবন এলাকায় কর্মরত ওয়াইল্ড লাইফ টিমের দলনেতা আলম হাওলাদার জানান, সকালে গৃহকর্তা বেলাল হোসেন খানের কাছে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঐ বাড়িতে যাই এবং হাসের খামার থেকে সাপটি উদ্ধার করি। অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে এসে ঐ বাড়ির হাঁসের খামারে ঢুকে তিন টি হাঁস খেয়ে ফেলে।
খাবারের সন্ধানে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ অহরহ বনসংলগ্ন লোকালয়ে চলে আসছে। সুন্দরবনের এসব সাপ বিভিন্ন খামারে ঢুকে প্রায়ই গৃহস্থের হাঁস ও মুরগী সাবার করে দিচ্ছে । গত ২৮ জুলাই একই গ্রামের কালাম খানের বাড়িতে একটি অজগর ঢুকে তার একটি ছাগল শিকার করে । ঐ সাপটি ও উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়েছিল বলে জানান তিনি।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, ১২ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের অজগর সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।
এএজে
