ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

হাঁসের খামার থেকে অজগর উদ্ধার

হাঁসের খামার থেকে অজগর উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শরণখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের চরপাড়া থেকে আবারও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

ওয়াইল্ড লাইফ ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা বুধবার (২৪ আগষ্ট) সকালে ঐ গ্রামের কৃষক বেলাল হোসেন খানের বাড়ির হাঁসের খামার থেকে অজগরটি উদ্ধার করে। দুপুরে অজগরটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় অবমুক্ত করে দেয়া হয়েছে বন বিভাগ নিশ্চিত করেছে । 

সুন্দরবন এলাকায় কর্মরত ওয়াইল্ড লাইফ টিমের দলনেতা আলম হাওলাদার জানান, সকালে গৃহকর্তা বেলাল হোসেন খানের কাছে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঐ বাড়িতে যাই এবং হাসের খামার থেকে সাপটি উদ্ধার করি। অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে এসে ঐ বাড়ির হাঁসের খামারে ঢুকে তিন টি হাঁস খেয়ে ফেলে।
 
খাবারের সন্ধানে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ অহরহ বনসংলগ্ন লোকালয়ে চলে আসছে। সুন্দরবনের এসব সাপ  বিভিন্ন খামারে ঢুকে প্রায়ই গৃহস্থের হাঁস ও মুরগী সাবার করে দিচ্ছে । গত ২৮ জুলাই একই গ্রামের কালাম খানের বাড়িতে একটি অজগর ঢুকে তার একটি ছাগল শিকার করে । ঐ সাপটি ও উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হয়েছিল বলে জানান তিনি।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, ১২ ফুট লম্বা ও ২০ কেজি  ওজনের অজগর সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার বনে অবমুক্ত করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন