ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি শাওন 

ইয়াস’র প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি শাওন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা লালমোহন ও তজুমদ্দিনে সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে সহযোগিতায় নিজ এলাকায় আসছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ৩০ মে রবিবার লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি।

 

সোমবার সকালে এমপি শাওন নিজ নির্বাচনীয় এলাকা লালমোহন উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের (মঙ্গলসিকদার লঞ্চ ঘাটে এসে পৌঁছবেন বলে জানা গেছে।দলীয় সূত্রে জানান, ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষে সোমবার দু'দিনের সংক্ষিপ্ত সফরে এলাকায় থাকবে এমপি শাওন। এসময় ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি উন্নয়ন মূল কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন তিনি। 


পড়ে তিনি মহান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন