ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কয়েদিদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপির শপথ হাদিকে গুলি : শ্যুটারদের পালাতে সহযোগিতার কথা স্বীকার ২ আসামির ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ   বরিশালে সাবেক ছাত্রমৈত্রী নেতা সাব্বির আহমেদ ইর‍ানের ‍‍ইন্তেকাল বরিশ‍ালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা  খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে  বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • মেঘনায় সাঁতার কাটতে গিয়ে শিশু নিখোঁজ

    মেঘনায় সাঁতার কাটতে গিয়ে শিশু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনায় বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে ২১ ঘন্টা ধরে নিখোঁজ রয়েছে সাত বছরের এক শিশু। এদিকে নিখোঁজ শিশুটি উদ্ধার না হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। এছাড়াও শিশুটির মা বারবার মূর্ছা যেতে দেখা গেছে।

    এদিকে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের পৃথক দল মেঘনায় অভিযান চালাচ্ছেন বলে নিশ্চিত করেছেন মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা মো. ফজলুর রহমান ও মনপুরা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার মো. আসলামুল হক।

    বুধবার বেলা ১২ টায় পর্যন্ত শিশুটি নিখোঁজ রয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক এলাকার পশ্চিম পাশের মেঘনায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন শিশুটি।

    নিখোঁজ শিশুটি হলেন, উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মিরাজের শিশু সন্তান মো. রিয়াদ (৭)। 

    নিখোঁজ শিশুটির বাবা মিরাজ জানান, মঙ্গলবার বিকেলে কাউয়ারটেক বেড়ীর পারে অন্যান্য শিশুদের সাথে খেলছিল শিশু রিয়াদ। পরে বন্ধুদের সাথে মেঘনায় সাঁতার কাঁটতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হন শিশুটি।

    এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা ফজলুর রহমান জানান, খবর পেয়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে মঙ্গলবার বিকেলে মেঘনায় অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বন্ধ থাকে। পরে বুধবার সকাল থেকে উদ্ধার শুরু হলেও দুপুর ১২ টা পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।

    এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. আসলামুল হক জানান, বুধবার দুপুর ১২ টা পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা যায়নি। তবে শিশুটিকে উদ্ধারে কোস্টগার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, নিখোঁজ শিশু উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ