ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গুগল থেকে কর্মকর্তার পদত্যাগ

গুগল থেকে কর্মকর্তার পদত্যাগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে গুগলের বিলিয়ন ডলারের নজরদারি চুক্তির প্রতিবাদ জানিয়েছেন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তা এরিয়েল কোরেন। এরপর থেকে কোম্পানিতে তার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করা হয়। এতে কাজ করতে পারছেন না জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন এ নারী। খবর আল জাজিরা।

এরিয়েল কোরেন গুগলের বিপণন ব্যবস্থাপকদের একজন। মঙ্গলবার (৩০ আগস্ট) গুগল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে টুইট করেন তিনি। চলতি সপ্তাহে গুগল ছাড়বেন কোরেন।  

কারণ হিসাবে জানিয়েছেন, যারা স্পষ্ট কথা বলে, প্রতিবাদ করে, কোম্পানি তাদের প্রতি বিরুদ্ধাচরণ করে।

গুগল তাকে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন কোরেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আমাজন এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে গুগলের নজরদারি চুক্তির নাম ‘নিম্বাস’। এ প্রজেক্টের বিরোধিতা করে কোরেন বিতর্ক উসকে দেন। তিনি চুক্তি থেকে গুগলকে সরিয়ে আনতে পিটিশন প্রচার করেন। নির্বাহীদের সঙ্গে লবিং করা এবং সংবাদ সংস্থার সঙ্গে কথা বলাসহ এক বছরেরও বেশি সময় ধরে নানাভাবে চুক্তি বাতিলের পক্ষে প্রচার চালান। তার এসব কর্মকাণ্ড ভালো লাগেনি কোম্পানির।

কোরেনের অভিযোগ, এ সময় কোম্পানি তার সঙ্গে অবন্ধুসুলভ আচরণ করতে থাকে। যে পরিবেশ তার কাজকে বাধাগ্রস্ত করে তোলে।

কোরেন সাত বছরেরও বেশি সময় ধরে গুগলে কাজ করছেন।

তিনি বলেন, দেখে আসছি যে, কোম্পানিকে নৈতিক জায়গায় নিয়ে যেতে যারাই কথা বলছে, তাদের সমর্থন করার পরিবর্তে গুগল ইসরায়েলের পক্ষে কথা বলে।  ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনে গুগলের জড়িত থাকার বিষয়ে কর্মীদের কথা বলতে দিয়ে না। কর্মীদের জন্য ভয়ের পরিবেশ তৈরি করা হয়। ভিন্নমতকে থামিয়ে গুগল ইসরায়েল সরকারের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ রক্ষার দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি গুগলকে ‘নিম্বাস’ প্রজেক্ট আরো ভালোভাবে পড়ার এবং প্রজেক্ট থেকে সরে আসার আহ্বান জানান।

কোরেন অভিযোগ করেন, তার উদ্বেগের কথা শোনার পরিবর্তে গুগল তাকে ২০২১ সালের নভেম্বরে আল্টিমেটাম দেয়, হয় দেশ ছেড়ে যেতে হবে নয়তো চাকরি ছেড়ে দিতে হবে।

জানা যায়, কোরেন একা নন। আরো ১৫ জন কর্মচারী কোম্পানির এই পক্ষপাতিত্ব আচরণের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

তাদের দাবি, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে কোম্পানি নীরব থাকে এবং কোনো কথা বলতে দেয় না। বললেও এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন