দৌলতখান থানায় নতুন ওসির যোগদান


ভোলার দৌলতখান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. জাকির হোসেন। শুক্রবার রাতে তিনি দৌলতখান থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন খান, উপপরিদর্শক (এসআই) ইসমাইল ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী ওসি বজলার রহমান ভোলা জেলা পুলিশ কন্ট্রোল রুমে যোগদান করেন।
ওসি জাকির হোসেন বলেন, ‘দৌলতখান থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি মাদকমুক্ত রাখতে কাজ করে যাব।’
এর আগে দৌলতখান থানার পক্ষ থেকে বিদায়ী ওসি বজলার রহমানকে সংবর্ধনা ও নবাগত ওসি জাকির হোসেনকে ফুল দিয়ে বরণ করেন থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
এইচকেআর
