ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে ফেলে যাওয়া মাকে দেখতে গেলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে ফেলে যাওয়া মাকে দেখতে গেলেন জেলা প্রশাসক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ফেলে যাওয়া বৃদ্ধা মাকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ নিয়ে দেখতে গেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এসময় তিনি  বৃদ্ধার শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন ও তাঁর চিকিৎসা প্রদানসহ সকল ধরণের সহযোগিতা করার আশ্বাস দেন। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রাম মহল্লায় বৃদ্ধাকে দেখতে গিয়ে ফেলে যাওয়া ছেলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানান একেএম গালিভ খাঁন। 

বউয়ের সাথে বনিবনা না হওয়ায় মাকে রাস্তার পাশের একটি পরিত্যক্ত জায়গায় ফেলে যায় বৃদ্ধা মর্জিনা বেগমকে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালিগ্রামের একটি গলির পাশে অসুস্থ বৃদ্ধা মাকে ফেলে যায় ছেলে মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী। পরে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। জেলা প্রশাসক সেই বৃদ্ধাকে দেখতে গিয়ে বিভিন্ন ফলমূল, চাল, পোশাক ও ওষুধসহ নগদ অর্থ প্রদান করেছেন। 

এসময় জেলা প্রশাসক ছাড়াও আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা হক, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হাকিমসহ স্থানীয় বাসিন্দারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন